শাবনূর আমার স্বপ্নের নায়িকা, তার সঙ্গে সিনেমা করা ক্যারিয়ারের জন্য বড় ব্যাপার: তানভীর

গোলাম কিবরিয়া তানভীর। ছবি: সংগৃহীত

গোলাম কিবরিয়া তানভীর মডেলিংয়ে নাম লেখান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরে। তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এই গল্প ১৮ বছর আগের। দীর্ঘ পথচলায় তিনি কয়েকশ নাটকে অভিনয় করেছেন, মডেলিং করেছেন। প্রথম টিভি নাটকে অভিনয় করেন ২০০৭ সালে। আরিফ খান পরিচালিত নাটকটির নাম ছিল 'দাদীমা ও কিছু শালিক'।

বর্তমানে ওয়েবফিল্মে বেশি সময় দিচ্ছেন। তবে, নাটকও করছেন। জানতে চাইলে তানভীর বলেন, 'আমি অভিনয় করতে চাই। অভিনেতা হতে চাই। সেভাবেই কাজ করে যাচ্ছি। এখন জোর দিচ্ছি ওয়েব ফিল্ম ও সিনেমার ওপর।'

কিছুদিন আগে ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন তানভীর। 'রঙ্গনা' নামের সিনেমাটি পরিচালনা করেছেন আরাফাত। প্রথম লটের শুটিং শেষ হয়েছে। 

এ প্রসঙ্গে তানভীর বলেন, 'শাবনূর আমার স্বপ্নের নায়িকা, তার সঙ্গে সিনেমা করেছি। অনেক বছরের স্বপ্ন পূরণ হয়েছে। তার সঙ্গে সিনেমা করা আমার ক্যারিয়ারের জন্য বড় ব্যাপার।'

শাবনূর সম্পর্কে তানভীর আরও বলেন, 'শুটিং করার সময় শাবনূরের কাছ থেকে অসম্ভব সহযোগিতা পেয়েছি। প্রথমত একটু টেনশনে ছিলাম। কেননা, তিনি অনেক বড় মাপের নায়িকা। অনেক বড় মাপের শিল্পী। কিন্তু শুটিং করার সময় আপন করে নেন। অনেক সহজ করে নেন। শাবনূরের হাসি সিনেমার চেয়ে বাস্তবে বেশি সুন্দর। কথা বলেন সুন্দর করে। তার ব্যবহারে আমি মুগ্ধ। অনেকদিন মনে থাকবে।'

অভিনয়ের বিষয়ে তানভীর বলেন, 'সিনেমায় অভিনয় করতে চাই। অনেকদিন ধরে সিনেমায় কাজ করার স্বপ্ন ছিল। সেভাবেই ধীরে ধীরে এগোচ্ছি।'

করোনাভাইরাস মহামারির সময়ে রায়হান রাফীর পরিচালনায় 'স্বপ্নবাজি' নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তানভীর। কিন্তু শুটিং শেষ করতে পারেননি।

তিনি বলেন, 'করোনার জন্যই শেষ করতে পারিনি। এছাড়া "টার্গেট" নামের একটি সিনেমা করেছেন চন্দনের পরিচালনায়। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।'

এদিকে রেজাউর রহমান পরিচালিত 'থার্টি সিকস টুয়েনটি ফোর' নামে এটি কমেডি ঘরানার ওয়েব সিরিজে অভিনয় করেছেন তানভীর। এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া হিমি পরিচালিত 'হাইড অ্যান্ড সিক' নামে থ্রিলার ঘরানার একটি সিরিজও মুক্তির অপেক্ষায় আছে।

ক্যারিয়ারের বিষয়ে তানভীর বলেন, 'ওয়েবফিল্মে এবং সিনেমায় বেশি বেশি কাজ করতে চাই। ওটিটিতে অনেক যত্ন নিয়ে কাজ হয়। বাজেট বেশি থাকে। ধরে ধরে কাজ হয়। যে জন্য দর্শকরা গ্রহণ করছেন। আমিও ওটিটির প্রতি বেশি আগ্রহী।'

তানভীর অভিনীত প্রথম ওয়েব সিরিজের নাম ডেফোডিল। তিনি বলেন, 'প্রথমবার ওটিটির জন্য কাজ করে বেশ সাড়া পেয়েছিলাম'

অন্যদিকে সম্প্রতি 'বংশ প্রদীপ' নামে একটি এক ঘন্টার নাটকে অভিনয় করেছেন তানভীর। এটি ১৭ মে এনটিভিতে প্রচারিত হবে। তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক দুই চ্যানেলে প্রচারিত হচ্ছে। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে আল হাজেন পরিচালিত 'দাদাজান'। এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে জাহিদুল মিন্টু পরিচালিত 'অক্টোপাস'।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago