বান্দরবানে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১ আহত ৮

প্রতীকী ছবি | স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের লামায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

আজ বৃহস্পতিবার সকালে সরই ইউনিয়নের মেইচ্চার ঝিরি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. ওসমান ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওসমানের পরিবারের সঙ্গে মো. কবিরের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে মীমাংসা প্রক্রিয়া চলমান। এরইমধ্যে আজ সকালে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধারালো দায়ের কোপে উভয়পক্ষের অন্তত নয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। 

সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস দ্য ডেইলি স্টারকে বলেন, '২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে ওই দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল এবং বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশও চলমান ছিল। তবুও আজ উভয় পরিবারের ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে ওসমানের মৃত্যু হয়। আহত অপর আটজন হাসপাতালে চিকিৎসাধীন।' 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছি। নিহতের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

US takes in $87b from tariffs in first half of 2025

More than $87 billion in tariff revenue collected by end of June, surpassing $79 billion total for all of 2024

1h ago