ঝিনাইদহ 

জমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আজিম আলী (৩২) পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

এ ঘটনায় তার চাচাতো ভাই মেহেদী হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে বেথুলী গ্রামের ইসরাইল হোসেনের সঙ্গে তার আপন ভাই রমজান আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাত ৮টার দিকে রমজানের ছেলে আজিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ইসরাইলের ছেলে মেহেদী হোসেন। 

স্থানীয়রা আজিমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন ডেইলি স্টারকে জানান, 'নিহত আজিম আলীর পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।'

ওসি আব্দুর রহিম মোল্লা ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago