মেট্রোরেল কর্তৃপক্ষের বিবেচনায় পাঁচ স্টেশনসহ উত্তরা-টঙ্গী নতুন রুট

মেট্রোরেলের উত্তরা-টঙ্গী নতুন রুট
মেট্রোরেল। স্টার ফাইল ফটো

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত এমআরটি ৬ সম্প্রসারণের একটি সুনিদৃষ্ট রুট চিহ্নিত করে একে প্রাথমিক বিবেচনায় নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

এই রুট মেট্রোরেলের এমআরটি লাইন ৬ এর সম্প্রসারিত অংশ হিসেবে বাস্তবায়িত হতে পারে।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সরকারি মালিকানাধীন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক গতকাল শনিবার জানান, সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই রুটে পাঁচটি স্টেশন থাকবে।

রাজধানীর এক হোটেলে আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি এই তথ্য জানান।

ডিএমটিসিএল বর্তমানে এমআরটি লাইন ৬ এর আওতায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার লাইন পরিচালনা করছে। এই লাইনটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বাড়ানোর ৩৪ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

এমএএন সিদ্দিক জানান, তারা টঙ্গী পর্যন্ত লাইন বাড়ানোর প্রাক-সম্ভাব্যতা যাচাই শুরু করেছে এবং এই সম্প্রসারণের জন্য ছয়টি সম্ভাব্য রুট নিরীক্ষা করা হয়েছে।

এই ছয় রুটের মধ্যে প্রাথমিকভাবে উত্তরা উত্তর-দিয়াবাড়ি বাজার-সোনারগাঁও পশ্চিম জনপথ সড়ক—সোনারগাঁও পূর্ব জনপথ সড়ক--টঙ্গী বাজার—টঙ্গী রেলস্টেশন রুটকে সম্প্রসারণের জন্য বিবেচনা করছে।

নথি অনুযায়ী সম্ভাব্য পাঁচ স্টেশনের অবস্থান হতে পারে দিয়াবাড়ি বাজার, সোনারগাঁও পশ্চিম জনপথ সড়ক, সোনারগাঁও পূর্ব জনপথ সড়ক, টঙ্গী বাজার ও টঙ্গী রেলস্টেশন।

এই ক্যাচমেন্ট এলাকার মোট জনসংখ্যা ৪ লাখ ১৫ হাজার।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

1h ago