ইষ্টার্ণ ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানা

বিমা আইন, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নন-লাইফ বিমা কোম্পানি, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আইডিআরএ,

বিমা আইন-২০১০ অনুযায়ী ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সরকারি সিকিউরিটিজে প্রয়োজনীয় বিনিয়োগ না করায় কোম্পানিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ'র এক নথিতে বলা হয়েছে, নন-লাইফ বিমাকারীর সম্পদ বিনিয়োগ ও সংরক্ষণ প্রবিধান মালা-২০১৯ অনুযায়ী কোম্পানিটির ১৭ কোটি ৭০ লাখ টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ প্রয়োজন।

তবে আইডিআরএ বলছে, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমানে ১২ কোটি ৫০ লাখ টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ রয়েছে।

ফলে এ বছরের মার্চে কোম্পানিটিকে এই জরিমানা করা হয়।

এরপর গত ৯ এপ্রিল কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল মাহমুদ এক চিঠির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএকে জানান, চলতি বছরের মে মাসের মধ্যে বাকি ৫ কোটি ২০ লাখ টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে।

একই চিঠিতে জরিমানা মওকুফ চেয়ে আইডিআরএ'র চেয়ারম্যান বরাবর অনুরোধও জানিয়েছেন তিনি।

গতকাল দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে ইকবাল মাহমুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে তিনি জানান, আইডিআরএ'র পক্ষ থেকে এখনো লিখিতভাবে উত্তর পাওয়া যায়নি।

এদিকে আইডিআএ'র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, শুনানি শেষে আইডিআরএ জরিমানা বহাল রেখেছে।

ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের বেসরকারি খাতে পরিচালিত সাধারণ বিমা ব্যবসার অন্যতম পথিকৃৎ। কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৮৬ সালে তারা কার্যক্রম শুরু করে। পরে ১৯৯৪ ও ১৯৯৬ সালে যথাক্রমে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৩ কোটি ১১ লাখ টাকা।

বাংলাদেশে বর্তমানে ৩৬টি জীবন বিমা ও ৪৬টি নন-লাইফ বিমা কোম্পানি রয়েছে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

4h ago