রাইসির মৃত্যুতে পাকিস্তানে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

২২ এপ্রিল পাকিস্তানে পৌঁছানোর পর ইব্রাহিম রাইসিকে স্বাগত জানান শেহবাজ শরীফ। ছবি: রয়টার্স (ফাইল)
২২ এপ্রিল পাকিস্তানে পৌঁছানোর পর ইব্রাহিম রাইসিকে স্বাগত জানান শেহবাজ শরীফ। ছবি: রয়টার্স (ফাইল)

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘোষণা দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে শেহবাজ বলেন, 'ইরানের সঙ্গে ভ্রাতৃসুলভ একাত্মতা প্রকাশ ও প্রেসিডেন্ট রাইসি ও তার সহযাত্রীদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশে পাকিস্তানে এক দিনের শোক দিবস পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।'

তিনি আরও বলেন, 'এক মাসেরও কম সময় আগে পাকিস্তানে এক ঐতিহাসিক সফরে এসেছিলেন প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদোল্লাহিয়ান। তারা পাকিস্তানের ভালো বন্ধু ছিলেন।'

'আমি উদ্বেগের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি অনুসরণ করছিলাম। আশা করছিলাম ভালো খবর পাব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, তা আর হল না। আমি, পাকিস্তান সরকার ও পাকিস্তানের জনগণ ইরান জাতির এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান ইরান জাতি তাদের সাহসিকতাকে অবলম্বন করে এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়াবে, এটাই আশা করছি', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

45m ago