মৎস্য ভবনে পুলিশ বক্সে বাসের ধাক্কা, এসআই আহত

পুলিশ বক্সে ধাক্কা দেওয়া শিকর পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর মৎস্য ভবন এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায় শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে শাহবাগ থানার উপপরিদর্শক এম এলিস মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান।

পুলিশ জানায়, হঠাৎ যাত্রীবাহী বাসটি পুলিশ বক্সের ভেতরে ঢুকে যায়। পরে চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এতে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের উপপরিদর্শক (এসআই) মো. রেজওয়ান আহত হন এবং তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই এলিস।

Comments

The Daily Star  | English

Sada Pathor: Sylhet’s iconic white-stone landmark stripped bare

Illegal extraction in Companiganj, Gowainghat accelerates after Aug 5, activist claims

29m ago