গাজীপুরে থেমে থাকা ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ৩ কর্মীকে বিবস্ত্র করে নির্যাতন করেছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ছেলে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, 'ঘটনার সময় গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে কিছুটা উত্তর দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় একটি মাছবাহী ভ্যানগাড়ি দাঁড়িয়েছিল। এ সময় ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়।'

তিনি বলেন, 'দুর্ঘটনায় ভ্যানে থাকা ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে, তারা সবাই মাছ ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।'

বাসটি আটক করা হলেও চালক পলাতক জানিয়ে আলমগীর হোসেন বলেন, 'চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

Comments