নরসিংদীতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঘর ধসে দম্পতির মৃত্যু

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঘর ধসে চাপা পড়ে এক দম্পতি মারা গেছেন।

গতকাল সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নরসিংদী সদর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের কালু মিয়া ও তার স্ত্রী শবমেহের বেগম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে ঝড়ের সময় ঘরের টিনের বেড়া খুলে পড়লে তারা চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নরসিংদী সদর থানার এসআই আইয়ুব খান বলেন, 'ঝড়ে ঘর ধসে ঘটনাস্থলেই মারা যান এই দম্পতি। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।'

Comments

The Daily Star  | English

We’re now ready to hand over power to elected representatives

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the interim government is prepared to transfer power to an elected administration.

1h ago