‘ফাতিমা’ নিয়ে লন্ডনে ফারিণ

তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশের দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন লন্ডনে আছেন।

গতকাল ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'হ্যালো লন্ডন'।

জানা গেছে, ফারিণ রেইনবো চলচ্চিত্র উৎসবে যোগ দিতে লন্ডনে গেছেন। উৎসবটি আজ ২ জুন থেকে শুরু হয়ে আগামী ৯ জুন পর্যন্ত চলবে।

উৎসবের সমাপনী দিন দেখানো হবে ফারিণ অভিনীত বাংলাদেশে তার প্রথম সিনেমা 'ফাতিমা'।

সিনেমাটির পরিচালনা করেছেন ধ্রুব হাসান। সিনেমা ছাড়াও বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন এই অভিনেত্রী।

তাসনিয়া ফারিণ অভিনীত 'ফাতিমা' সিনেমাটি গত ২৪ মে দেশের  প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমা দিয়ে ইরানের ঐতিহ্যবাহী ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার জিতেছেন তিনি।

এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকাসহ আরও অনেকে অভিনয় করেছেন। অতিথি শিল্পী হিসেবে আছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago