হিজড়াদের হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারালেন এসআই, আটক ৪

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট। ফাইল ছবি সংগৃহীত

রাজধানীর পরীবাগ এলাকায় ছিনতাই ও অবৈধ কার্যকলাপ ঠেকাতে গিয়ে একদল হিজড়ার হামলায় এক পুলিশ কর্মকর্তা তার একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

আহত পুলিশ সদস্য হলেন- রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাহিদ।

গত শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর এলাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে এবং আরও কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে তাকে যেতে হবে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মোজাহিদ একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে।

ওসি জানান, এসআই মোজাহিদ ও একদল কর্মকর্তা পরীবাগ এলাকায় দায়িত্ব পালনকালে একদল হিজড়া পথচারীকে মারধরের চেষ্টা করে। পুলিশ হস্তক্ষেপ করলে হিজড়ারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে হামলা চালায়। এসময় এসআই মোজাহিদের চোখে একটি ইট আঘাত করলে তার চশমা ভেঙে যায় এবং তার চোখে মারাত্মক আঘাত লাগে।

তিনি বলেন, হিজড়ারা রিকশা যাত্রীদের টার্গেট করে ছিনতাই ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এসব সমস্যা সমাধানে শাহবাগ পুলিশের বিশেষ অভিযান চলার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। হিজড়ারা পুলিশের ওপর ইট-পাথর দিয়ে হামলা চালায়, এতে এসআই মোজাহিদের চোখ ও মুখমণ্ডলে আঘাতসহ গুরুতর জখম হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত চার হিজড়াকে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

1h ago