ভূমিকম্পে কাঁপল দেশের পূর্বাঞ্চল

প্রতীকী ছবি | সংগৃহীত

চট্টগ্রাম, সিলেট, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ দেশের পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ রোববার দুপুর পৌনে ৩টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারে পাঁচ মাত্রার এই ভূমিকম্প হয়েছে। দেশের পূর্বাঞ্চলে এর কম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক আট। এর গভীরতা ছিল ১০৭ দশমিক দুই কিলোমিটার।

এর আগে গত ২৯ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

ওইদিন আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৯৪ দশমিক সাত কিলোমিটার।

Comments

The Daily Star  | English

Election date to be disclosed two months before schedule: CEC

EC is preparing to hold the next national election within a short timeframe, he says

25m ago