মুক্তিযোদ্ধা কোটা: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সরকারের আবেদন

স্টার ফাইল ফটো

সরকারি চাকরিতে নবম থেকে ১৩ম গ্রেডে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে সরকার।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ রোববার আপিল বিভাগের চেম্বার জজ আবেদনটির ওপর শুনানি করতে পারেন।'

সরকারি আবেদনের বরাত দিয়ে তিনি বলেন, 'সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারেন না।'

এর আগে, গত ৫ জুন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে নবম থেকে ১৩ম গ্রেডে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

 

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

7h ago