৩ পদে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি-এইচএসসি পাসেই আবেদন

কারিগরি শিক্ষা অধিদপ্তর তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৫টার আগে আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্র রাজধানীর আগারগাঁওয়ে সশরীরে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

বাংলাদেশ সরকারের স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের অধীনে তিনটি পদে তিনজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

অ্যাডমিনিসট্রেটিভ অফিসার পদে আবেদনের যোগ্যতা

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অপারেশনে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • এসআইসিআইপি বা একই ধরনের প্রকল্পে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা বিবেচনা করা হবে।

ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের যোগ্যতা

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
  • এসআইসিআইপি বা একই ধরনের প্রকল্পে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা বিবেচনা করা হবে।

অফিস অ্যাটেনডেন্ট পদে আবেদনের যোগ্যতা

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
  • এসআইসিআইপি বা একই ধরনের প্রকল্পে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা বিবেচনা করা হবে।

বেতন: স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক বরাবর আবেদন করতে হবে।

আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৫টার আগে রাজধানীর আগারগাঁওয়ে এফ-৪/বি শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের তৃতীয় তলায় ৩১১ নম্বর কক্ষে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে।

এফোর সাইজের খামের ওপর কাঙ্ক্ষিত পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়া খামের বাম পাশে প্রার্থীর নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর ও ইমেইল আইডি লিখতে হবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে হবে।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

1h ago