পিরোজপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুনিয়ারী এলাকায় মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নেছারাবাদ-বরিশাল সড়কের কুনিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—উপজেলার জগন্নাথকাঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাকিল (২৬) এবং ফজলুল করিমের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৭)।

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, 'সকাল ৯টার দিকে শাকিল ও সাইফুল মোটরসাইকেলযোগে নেছারাবাদ থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে শুভেচ্ছা-১ নামের বাসটি বরিশাল থেকে নেছারাবাদের দিকে আসছিল। কুরিয়ারী নামক স্থানে বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়।'

তিনি বলেন, 'স্থানীয়রা শাকিল ও সাইফুলকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago