যৌন নিপীড়ন: চট্টগ্রামের সেন্ট স্কলাসটিকা গার্লস স্কুলের ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সেন্ট স্কলাসটিকা গার্লস স্কুল। ছবি: সংগৃহীত

এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামের সেন্ট স্কলাসটিকা বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন।

অভিযুক্তরা হলেন রকিব উদ্দিন (৩৫) ও সুরজিত পাল (৩৩)। রাকিব উদ্দিন চতুর্থ শ্রেণির বিজ্ঞান শিক্ষক এবং সুরজিত পাল পঞ্চম শ্রেণির শিক্ষক।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভুক্তভোগীর মা শিক্ষকদের আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ মামলাটি তদন্ত করবে। শিক্ষার্থীর মা অভিযোগের সঙ্গে কিছু স্ক্রিনশটও জমা দিয়েছেন।'

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, ২০২৩ সাল থেকে তার মেয়ের ওপর স্কুলে যৌন নিপীড়ন চলছিল। সর্বশেষ গত রোববার টিফিনের সময় সে যৌন নিপীড়নের শিকার হয় বলে জানিয়েছে।

এ ব্যাপারে বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক দ্য ডেইলি স্টারকে বলেন, ওই স্কুলে শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানির অভিযোগ আগেও উঠেছিল। কিন্তু শিক্ষার্থীদের কথা ভেবে এ ব্যাপারে কেউ অভিযোগ তোলেননি।

অভিযোগের ব্যাপারে স্কুলের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা এবং রকিব উদ্দিনকে তাদের বক্তব্য জানতে ফোন ফোন করা হলেও তারা ফোন ধরেননি।

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nazrul Islam Chowdhury to head new tribunal

37m ago