‘বাবর, এমন কিং নিয়ে আমি কী করব যে ম্যাচ জেতাতে পারে না?’

ভারতের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় হারের পর কোনো রাখঢাক না রেখে বাবর আজমের ওপর চড়াও হলেন আহমেদ শেহজাদ।
ছবি: এএফপি

ভারতের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় হারের পর কোনো রাখঢাক না রেখে বাবর আজমের ওপর চড়াও হলেন আহমেদ শেহজাদ। 'কিং' খ্যাত তারকা বাবরের ব্যাটিং পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শেহজাদ অভিযোগ করলেন, নিজের পছন্দের ক্রিকেটারদের খেলিয়ে পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করছেন বাবর।

টানা দুই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান। সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর ভারতকে ১১৯ রানে অলআউট করেও তারা হেরেছে ৬ রানের ব্যবধানে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বাগে পেয়েও হারাতে না পারা নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমে একটি আলোচনায় দলটির বর্তমান অধিনায়ক বাবরের উদ্দেশ্যে তোপ দাগেন শেহজাদ। ম্যাচ জেতাতে না পারলে 'কিং' (রাজা) তকমা থেকে লাভ কী, প্রশ্ন তোলেন তিনি, 'বড় টুর্নামেন্টগুলোতে তোমার স্কোর, তোমার পরিসংখ্যান, তোমার গড়, তোমার স্ট্রাইক রেটের দিকে তাকাও। কেমন ধরনের কিং, বাবর আজম... এমন কিং নিয়ে আমি কী করব যে ম্যাচ জেতাতে পারে না? এরকম একটা পরিসংখ্যান আছে যে, তোমার বড় স্কোরগুলো এসেছে দলের হারের সময়ে।'

ছবি: ইন্সটাগ্রাম

২০০৭ সালে কুড়ি ওভারের ক্রিকেটের বিশ্বকাপ জেতা পাকিস্তান দলের সদস্য ছিলেন শেহজাদ। তার মতে, বাবর রান করেন নিচের সারির দলগুলোর বিপক্ষে, 'তুমি বি, সি, ডি ধরনের দলের বিপক্ষে রান করে মানুষকে বোকা বানিয়ে রেখেছ। তোমার বেতন বাড়িয়ে দিয়েছে পিসিবি যাতে তোমার খেলার মান বাড়ে। কিন্তু সেই পয়সা তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খরচ করে নিজের ভাবমূর্তি বাড়ানো ছাড়া আর কিছুই করোনি।'

বাবরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে পাকিস্তানের ক্রিকেটের ক্ষতির জন্য তাকে দায়ী করেছেন শেহজাদ, 'তুমি তোমার বন্ধুদের দলে নিয়েছ এবং তাদেরকে যোগ্যতা প্রমাণের জন্য ৪০টি করে ম্যাচ খেলার সুযোগ দিয়েছ। এটা পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করছে। তুমি এই ৪০ বছর বয়সীকে (অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় ইমরান নাজিরের দিকে ইঙ্গিত করে) ৪০টি ম্যাচ খেলতে দিলে এই বয়সেও সে তোমাকে পারফরম্যান্স করে দেখাবে। আমাদের ঘরোয়া পারফর্মারদের উপেক্ষা করা হচ্ছে। তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট খেলতে যাচ্ছে।'

Comments

The Daily Star  | English

Quota protest on, so is quest for a way out

For the second consecutive day, students demonstrating against the quota system for government jobs occupied key city intersections, bringing traffic  to a halt for hours.

2h ago