ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ভ্যাট আরোপ হলে ভাড়া বাড়বে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। ছবি: স্টার

মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, তারা এখনো বিশ্বাস করে যে, সরকার ১ জুলাই থেকে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করবে না।

আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, 'আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআরকে চিঠি দিয়েছি এবং এখনো আশাকরি যে, ভ্যাট আরোপ করা হবে না।'

তবে তিনি বলেন, '১ জুলাই থেকে ভ্যাট আরোপ করা হলে মেট্রোরেল ভাড়া বাড়াতে হবে।'

এম এ এন সিদ্দিক জানান, তারা সরকারি অফিসের নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন থেকে মেট্রোরেলের পিক এবং অফ আওয়ারের সময় পরিবর্তন করবেন।

তিনি বলেন, 'ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।'
 

Comments

The Daily Star  | English

NBR traces Tk 40,000cr in suspected laundered assets abroad

The revelation came from the Central Intelligence Cell of the tax administrator

3h ago