আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী শুরু ৪ জুলাই

 আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী,

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রদর্শনী শুরু হবে আগামী ৪ জুলাই এবং শেষ হবে ৬ জুলাই।

আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, এই প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় 'গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া'।

দেশের জুয়েলারি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে বাজুস।

বাজুস আয়োজিত তিন দিনের এই প্রদর্শনী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এতে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ডসহ বিশ্বের প্রায় ১০টি দেশের ৩০টি প্রতিষ্ঠান অংশ নেবে।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago