ত্রিশালে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত, ১৫ ঘণ্টা গ্যাস নেই ময়মনসিংহ-নেত্রকোণায়

মঙ্গলবার সন্ধ্যায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।
ত্রিশালে একটি ভবনের পাইলিংয়ের কাজ করা সময় তিতাসের সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: সংগৃহীত

ত্রিশালে তিতাসের সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ১৫ ঘণ্টা ধরে ময়মনসিংহ ও নেত্রকোণায় গ্যাস সরবরাহ বন্ধ আছে।

লাইন মেরামতের কাজ চলছে এবং আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিতাসের কর্মকর্তারা জানিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ তিতাস গ্যাসের ম্যানেজার (অপারেশন) হিল্টন পাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারায়নপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়।'

পরে ময়মনসিংহ ও নেত্রকোণায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে তিতাস।

সোমবার রাত থেকে গত ১৫ ঘণ্টা এ দুই জেলা শহরের বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ।

এতে বিপাকে পড়েছেন দুই জেলার প্রায় ২৫০০০ গ্রাহক। 

তিতাস ম্যানেজার হিল্টন পাল বলেন, 'একটি ভবনের নির্মাণকাজের পাইলিংয়ের সময় গ্যাস লাইনে আঘাত লাগে। এতে ছিদ্র হয়ে যায় পাইপ। পরে সোমবার রাত ১১টা থেকে দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।'

'লিকেজ সরানোর জন্য সোমবার রাত থেকে কাজ চলছে। আজ সন্ধ্যায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে,' বলেন এই কর্মকর্তা।

Comments