কর্ণাটকে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৩

কর্ণাটকে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত। ছবি: স্টেটসম্যান
কর্ণাটকে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত। ছবি: স্টেটসম্যান

আট নারী ও দুই শিশুসহ অন্তত ১৩ ব্যক্তি ভারতের কর্ণাটক রাজ্যের হাভেরি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

আজ শুক্রবার ভারতের সংবাদমাধ্যম স্টেটসম্যান এই তথ্য জানিয়েছে।

বেঙ্গালুরু-পুনে জাতীয় মহাসড়কের গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ের কাছে পার্ক করে রাখা একটা ট্রাকের সঙ্গে একটি টেম্পো ট্রাভেলার গাড়ি এসে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পরশুরাম (৪৫), ভাগ্য (৪০), নাগেশ (৫০), বিশালাক্ষী (৫০), সুভদ্র বাঈ (৬৫), পুণ্য (৫০), মঞ্জুলা বাঈ (৫৭), আদর্শ (২৩), মানস (২৪), রুপা (৪০) ও মঞ্জুলা (৫০)।

চার থেকে ছয় বছর বয়সী দুই শিশুও এ দুর্ঘটনায় মারা গেছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতে বহুল প্রচলিত টেম্পো ট্রাভেলার গাড়ি। ছবি: সংগৃহীত
ভারতে বহুল প্রচলিত টেম্পো ট্রাভেলার গাড়ি। ছবি: সংগৃহীত

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিরা শিভামোগগা জেলার ভদ্রবতী শহরের কাছে অবস্থিত ইম্মেহাট্টি গ্রামের বাসিন্দা।

আদর্শ (২৩) সম্প্রতি টেম্পো ট্র্যাভেলার নামের পরিবহনটি কেনেন। এই গাড়িতে করে তিনি ও তার পরিবারের সদস্য ও আত্মীয়রা মিলে মহারাষ্ট্রের তিওয়ারী লক্ষ্মী মন্দিরে যান। সেখানে তারা নতুন কেনা গাড়ির জন্য বিশেষ প্রার্থনায় অংশ নেন। পরবর্তীতে তারা তুলজা ভবনী মন্দির ও কর্ণাটকের বেলাগাভি জেলার বিখ্যাত রেনুকা ইয়েলাম্মা মন্দিরেও যান।

বেলাগাভি থেকে নিজেদের গ্রামে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে সড়কের পাশে পার্ক করে রাখা ট্রাকটি দেখতে পাননি চালক এবং সরাসরি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ ঘটে। পুলিশের সন্দেহ, চালক হয়তো ঝিমাচ্ছিলেন বা ঘুমিয়ে পড়েছিলেন।

হাভেরি থানার সুপার অংশু কুমার জানান, টেম্পোটিতে ১৫ জনেরও বেশি আরোহী ছিলেন। তারা বাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, 'মরদেহগুলো হাভেরি জেলা হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

9h ago