প্রেক্ষাগৃহে ‘তুফান’ উৎসব, আরও যেসব সিনেমা মুক্তির অপেক্ষায়

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমা ঘিরে দর্শকদের ভালোবাসা উন্মাদনা বেড়েছে। দলবেঁধে সিনেমা দেখতে যাচ্ছেন দর্শক, মাল্টিপ্লেক্সগুলোতে পাওয়া যাচ্ছে না টিকেট। প্রেক্ষাগৃহে যেন বাংলা সিনেমার উৎসব চলছে।

তবে সিনেমা দেখার এই উৎসব কি শুধু ঈদকে ঘিরেই চলবে?

বেশ কয়েকটি নতুন বাংলা সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। কবে মুক্তি পাবে সেসব সিনেমা?

দর্শকের আগ্রহে কেন্দ্রে রয়েছে শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত 'দরদ'। সিনেমাটির টিজার পছন্দ করেছে দর্শক। সেখানে রোমান্টিক ও অ্যাকশন অবতারে দেখা গেছে শাকিব খানকে৷ এই তারকার নানামাত্রিক চরিত্রের লুক আর সংলাপে মুগ্ধ হয়েছেন দর্শক। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এই সিনেমায় আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকে।

'মুজিব' খ্যাত নায়ক আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা 'নীলচক্র' মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকরা। ইতোমধ্যে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। সিনেমায় আরিফিন শুভর সঙ্গে নায়িকা হিসেবে আছেন মন্দিরা চক্রবর্তী। ছবিতে কণ্ঠশিল্পী বালাম অভিনয় করেছেন বলে শোনা গেছে। এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, প্রিয়ন্তী ঊর্বীসহ অনেকেই।

আরিফিন শুভ অভিনীত আরেক সিনেমা 'নূর' মুক্তির আভাস পাওয়া যাচ্ছে। সিনেমাটির নির্মাণ অনেক আগে শেষ হলেও নানা কারণে তা এখনো মুক্তি পায়নি। তবে ইতোমধ্যে সিনেমাটির প্রচার শুরু করেছেন শুভ। সম্প্রতি 'তুফান' সিনেমার বিশেষ প্রিমিয়ার শোতে 'নূর' লেখা টি-শার্ট পরে হাজির হন আরিফিন শুভ। রায়হান রাফী পরিচালিত 'নূর' সিনেমায় শুভর বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

এবার ঈদুল আজহায় মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত 'জংলি' সিনেমাটি। সিয়াম আহমেদ, বুবলি, দীঘি অভিনীত সিনেমাটির পোস্টার প্রকাশ করে মুক্তির আগাম বার্তা দিয়েছিল প্রযোজনাসংস্থা। কিন্তু নানান কারণে ঈদে মুক্তি থেকে পিছিয়ে আসে সিনেমাটি। আগামী কয়েকমাসের মধ্যে এটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

'জংলি' সিনেমার আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।

সানী সানোয়ার পরিচালিত 'এশা মার্ডার: কর্মফল' সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমায় আজমেরি হক বাঁধনের সঙ্গে অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, সুষমা সরকার।

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

38m ago