ঈদে ফজলুর রহমান বাবুর হ্যাট্রিক

বরেণ্য অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবি: সংগৃহীত
বরেণ্য অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

ছয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনীত তিনটি সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে। তিনটি সিনেমা হচ্ছে—তাণ্ডব, ইনসাফ, নীলচক্র।

রায়হান রাফী পরিচালিত 'তাণ্ডব' সিনেমায় ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন পুলিশ অফিসারের ভূমিকায়। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, এই সিনেমায় পুলিশের বড় অফিসারের চরিত্রে অভিনয় করেছি। দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছি কাজটি করে।

'তাণ্ডব দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অন্য সিনেমাগুলোও দর্শকরা দেখছেন। কোনো কোনো সিনেমার টিকিট পাচ্ছেন না। এটি আমাদের ঢাকাই সিনেমার জন্য বড় ঘটনা। আনন্দের ঘটনা।'

পরিচালক রায়হান রাফীকে নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, রায়হান রাফীর সঙ্গে আগেও সিনেমা করেছি। এবার তাণ্ডব করলাম। পরিচালক হিসেবে রাফী দর্শকদের চাওয়াটা বুঝতে পারেন। এজন্যই তার সিনেমা হিট হয়, ব্যবসাসফল হয়।

ঢাকাই সিনেমার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা বলেন, আমি ভীষণ আশাবাদী ঢাকাই সিনেমা নিয়ে। দর্শকরা আমাদের সিনেমা দেখছেন। ৫-৭ বছর আগে অবস্থা এতটা ভালো ছিল না। কিন্তু এখন প্রচুর দর্শক হলমুখী হচ্ছেন। দল বেধে দর্শকরা হলে যাচ্ছেন, এটি আশা জাগায়।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত 'ইনসাফ' সিনেমাতেও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ঈদের দিন মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি শরীফুল রাজের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

এই সিনেমা নিয়ে তিনি বলেন, ইনসাফ সিনেমার পরিচালকের সঙ্গে আগেও কাজ করেছি, সেটা নাটকে। সিনেমায় তার সঙ্গে প্রথম কাজ। বেশ উপভোগ করেই শুটিং করেছি।

'আমি এই সিনেমায় খুব সাধারণ একজন পুলিশ সদস্য। সৎভাবে জীবনযাপন করি। আর স্বপ্ন দেখি ছেলেকে একদিন পুলিশের বড় অফিসার বানাব। তারপর নানা নাটকীয় ঘটনা আছে। গল্পটা ভালো। সবার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।'

মিঠু খান পরিচালিত 'নীলচক্র' সিনেমাতেও বাবু অভিনয় করেছেন একজন বাবার চরিত্রে। 'এখানে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছি। আরও অনেকেই ছিলেন। এই চরিত্রটি অনেককে ছুঁয়ে যাবে। গল্পটা সমসাময়িক।'

এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে, কেমন লাগছে? জানতে চাইলে বাবু বলেন, ভালো লাগছে। তিনটি সিনেমার চরিত্র ভিন্ন ভিন্ন। দর্শকদের নিশ্চয়ই ভালো লাগছে।

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

4h ago