শাহজালালে প্রায় সাড়ে ৪ কেজির ৩৮টি স্বর্ণের বার উদ্ধার

উদ্ধারকৃত স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের চার কেজি ৪২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার ভোর সাড়ে ৫টায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কেটে ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর মোট ওজন চার কেজি ৪২০ গ্রাম।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৫০ লাখ টাকা। আটককৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

9h ago