নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের পলাশতলী ইউনিয়নের আশরাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ও নরসিংদী রেল পুলিশ ফাঁরির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, 'চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ছাদে ১২-২০ বয়সী পাঁচ জন অবস্থান করছিল। তারা ট্রেনের ছাদে হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসে। কোনো কারণে সেখান থেকে তারা পড়ে যায়।'

তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত হচ্ছে এবং মৃত পাঁচ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

Now