রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীদের হলছাড়া করল আন্দোলনকারীরা

রোকেয়া হলের সামনে থেকে রাত ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজনকে নিয়ে যেতে দেখেন ডেইলি স্টারের প্রতিবেদক।
রোকেয়া হলের সামনে থেকে অ্যাম্বুলেন্সে করে কয়েকজনকে নিয়ে যাওয়া হয় (বামে) ও রোকেয়া হলের ভেতরে ছাত্রলীগের নেত্রীদের ধাওয়া দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা (ডানে)। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রীদের কক্ষ ঘেরাও করে তাদেরকে পিটুনি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে রোকেয়া হলের এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, '১১ জন ছাত্রলীগের নেত্রীকে চড় থাপ্পড় দিয়ে কক্ষ থেকে বের করা হয়। এসময় তারা দৌড়ে প্রভোস্টের বাংলোতে আশ্রয় নিতে যান। ছাত্রলীগের নেত্রীদের পিছু পিছু আন্দোলনকারীরাও তাদের ধাওয়া দেয়।'

রোকেয়া হলের সামনে থেকে রাত ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজনকে নিয়ে যেতে দেখেন ডেইলি স্টারের প্রতিবেদক।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম মাকসুদুর রহমান বলেন, 'রোকেয়া হল থেকে ১১ জন শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়েছে।'

তবে ঢাকা মেডিকেল সূত্র জানায়, এ শিক্ষার্থীদের কাউকে ঢামেকে নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রোকেয়া হলের প্রভোস্ট নিলুফার পারভীন বলেন, 'আমি এই মুহূর্তে কথা বলব না'। এটা বলেই ফোন কেটে দেন তিনি।

রোকেয়া হলের ভেতর থেকে এক শিক্ষার্থীর পাঠানো ভিডিওতে দেখা গেছে, সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পৃথা এবং সম্পাদক আতিকাকে ধরে নিয়ে হলের গেট থেকে বের করে দিয়েছে।

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের সংবাদদাতা জানান, দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে ছাত্রলীগের ৪-৫ জন কর্মীকে হলের পেছনের গেইট দিয়ে শিক্ষকদের কোয়ার্টারে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, শিক্ষার্থীরা 'আজ থেকে রোকেয়া হলকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা' করে একটি চিঠি লিখে হল প্রাধ্যক্ষের সই নিয়েছেন।

চিঠির একটি কপি ডেইলি স্টারের হাতে পৌঁছেছে। তবে চিঠিতে সই করার বিষয়ে হল প্রাধ্যক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

Comments