কোটা আন্দোলন

হল ছাড়ছেন না ববি শিক্ষার্থীরা, বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Barisal University
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কটি অবরোধ করেন।

এর আগে আজ সকালে সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয় বিকেল ৩টার মধ্যে ছাড়তে।

তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নির্দেশনা মানছেন না শিক্ষার্থীরা। তারা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অমান্যের সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, তারা হল ত্যাগ করবেন না। কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন তারা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাইয়ুম হোসেন বলেন, 'আমরা শিক্ষার্থীদের বলেছি ৩টার মধ্যে হল ত্যাগ করার জন্য। কিন্তু তারা মানছেন না।'

তিনি বলেন, 'শিক্ষার্থীদের কয়েকজন হল ত্যাগ করলেও, অধিকাংশই করেনি।'

 

Comments