ইসরায়েলি হামলার আশঙ্কায় বৈরুতে ফ্লাইট বাতিল-বিলম্বিত

ফ্লাইট বাতিল ও বিলম্বের জেরে বৈরুতের রফিক-হারিরি বিমানবন্দরে অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
ফ্লাইট বাতিল ও বিলম্বের জেরে বৈরুতের রফিক-হারিরি বিমানবন্দরে অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ছবি: রয়টার্স
ফ্লাইট বাতিল ও বিলম্বের জেরে বৈরুতের রফিক-হারিরি বিমানবন্দরে অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ছবি: রয়টার্স

লেবাননের রাজধানী বৈরুতে অসংখ্য ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। দেশটির উড়োজাহাজ সংস্থা মিডল ইস্ট এয়ারলাইনস (এমইএ) বলেছে, ইসরায়েল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার জেরে বিমা-ঝুঁকি অনেক বেড়েছে। যার ফলে ফ্লাইট বাতিল-বিলম্বিত হচ্ছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ফ্লাইট বাতিল ও বিলম্বের জেরে বৈরুতের রফিক-হারিরি বিমানবন্দরে অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

লুফথানসা গ্রুপ জানিয়েছে, তারা সোমবার বৈরুতে থেকে ও বৈরুতে পৌঁছানোর পাঁচটি রুট সাময়িকভাবে স্থগিত করেছে। গ্রুপের তিন সংস্থা সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ইউরোউইংস ও লুফথানসার ফ্লাইটগুলো ৩০ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে শনিবার রকেট হামলায় ১০ থেকে ২০ বছর বয়সী ১২ জন নিহতের পর থেকেই ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট রোববার সরকারকে হামলার মাধ্যমে হিজবুল্লাহকে জবাব দেওয়ার অনুমোদন দিয়েছে।

তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের অতর্কিত হামলার পর এটাই দেশটির বিরুদ্ধে সবচেয়ে মারাত্নক হামলার ঘটনা।

বৈরুতের ফ্লাইট তথ্য বোর্ড ও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর মাধ্যমে জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সও রোববার রাতের দুইটি ফ্লাইট বাতিল করেছে।

ফ্লাইটরাডার২৪ আরও জানিয়েছে, তুরস্কের বাজেট এয়ারলাইন্স সানএক্সপ্রেস, এজেট, গ্রীসের এজিয়ান এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ার ও মিইএ সোমবার বৈরুতে অবতরণ করার কথা ছিল এমন বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।

তবে এই এয়ারলাইন্সগুলো তাৎক্ষণিকভাবে এ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতে এক হাজার ১৩৯ জন নিহত হন। জিম্মি হন প্রায় ২৫০ জন।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজায় নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান এই হামলায় ৩৯ হাজার ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৯০ হাজার ৮৩০।

হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে চলছে, যা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।

বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরটিই লেবাননের একমাত্র বিমানবন্দর। দেশটির গৃহযুদ্ধ, ইসরায়েলের সঙ্গে আগের সংঘাত ও ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাতে আক্রান্ত হয়েছে এই বিমানবন্দর।

বৈরুতের রফিক-হারিরি বিমানবন্দর। ছবি: রয়টার্স
বৈরুতের রফিক-হারিরি বিমানবন্দর। ছবি: রয়টার্স

রোববার এমইএ জানিয়েছে, তারা বৈরুতে অবতরণের কথা ছিল এমন কয়েকটি ফ্লাইট বিলম্বিত করেছে। সোমবারের ফ্লাইটগুলোও বিলম্বিত হয়েছে বলে জানায় উড়োজাহাজ সংস্থাটি। এ ক্ষেত্রে সংস্থাটি কারণ হিসেবে জানায়, 'লেবানন থেকে অন্যান্য গন্তব্যে যাত্রার বিমা ঝুঁকি সংক্রান্ত কারিগরি কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছে।'

গাজার যুদ্ধের শুরু থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্ত এলাকায় হামলা ও পাল্টা হামলা চালিয়ে আসছে। এই সংঘাতে সংশ্লিষ্ট অঞ্চলে ফ্লাইট ও জাহাজের চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। এপ্রিলে ইসরায়েল-ইরানের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনাও ঘতেছে।

এর আগেই লুফথানসা মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে রাতের বেলায় বৈরুতে ফ্লাইট পরিচালণা বন্ধ রেখেছিল।

 

Comments

The Daily Star  | English

Journalists who legitimised fascism will not be spared: Nahid

Information Adviser Nahid Islam today said journalists and writers who tried to give legitimacy to fascism and instigated mass killing through their writings will be brought to book

1h ago