প্যারিস অলিম্পিক

ব্যক্তিগত ইভেন্টও রাঙিয়ে জিমন্যাস্টিকসে আরও উঁচুতে বাইলস

simone biles

দলীয় ইভেন্টে সোনা জিতে দারুণ ফিরে আসার গল্প লিখেছিলেন কিংবদন্তি মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস। এবার ব্যক্তিগত ইভেন্টেও ঝলক দেখিয়ে ফের সোনা জিতেছেন তিনি। অলিম্পিকসে এটি তার নবম পদক। জিমন্যাস্টিকসে বাকিদের চেয়ে তাতে অনেক অনেক উঁচুতে চলে গেলেন তিনি।

আর্টিস্টিক জিমন্যাস্টিকসে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে আছে চারটি রাউন্ড- ভল্ট, আনইভেন বারস, ব্যালান্স বিম এবং ফ্লোর এক্সারসাইজ। বাইলস শুরু করেন ভল্ট দিয়ে। সেখানে তিনি করেন ১৫.৭৬৬ স্কোর, বারসে করেন ১৩.৭৩৩,  ব্যালান্স বিমে ১৪.৪৬৬ স্কোর। তিন রাউন্ডের পর শীর্ষে উঠে যান।  ফ্লোর এক্সারসাইজের নিশ্চিত করেন সোনার পদক।

এই ইভেন্টে দ্বিতীয় হন ব্রাজিলের রেবেকা আনদ্রা। বাইলস তার থেকে এগিয়ে ছিলো .১৯৯ স্কোরে। তৃতীয় হয়েছেন বাইলসের স্বদেশী লি সুনিসা।

২০১৬ রিও অলিম্পিকসে চারটি সোনা জিতে হইচই ফেলে দেন বাইলস। তখন তার বয়স ছিলো স্রেফ ১৯। টোকিও অলিম্পিকসে মানসিক সমস্যায় ভুগে ভালো করতে পারেননি। জেতেন একটি রোপা ও দুটি ব্রোঞ্জ। এবার দারুণভাবে ফিরে এসে বুঝিয়ে দিলেন জিমন্যাস্টিকসে তিনিই শেষ কথা।

Comments

The Daily Star  | English

Jatiya Party HQ set afire, vandalised

The Jatiya Party headquarters at the capital’s Kakrail was set on fire and vandalised last night by a group of people who claimed themselves to be “anti-fascist students, workers, and masses”.

12m ago