আজ শপথ নিচ্ছেন আরও দুই উপদেষ্টা

বিধান রঞ্জন রায় পোদ্দার (বামে) ও সুপ্রদীপ চাকমা। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আজ শপথ নিচ্ছেন বিধান রঞ্জন রায় পোদ্দার ও সুপ্রদীপ চাকমা।

বঙ্গবভনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা দুপুর ১২টায় শপথ নেবেন। বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তবে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। তিনি কবে দেশে ফিরবেন জানা যায়নি।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে যান শেখ হাসিনা। পরে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা ১৭ জন।

Comments

The Daily Star  | English

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

11h ago