দেশের ৫৯৯ থানার কার্যক্রম শুরু হয়েছে: পুলিশ সদরদপ্তর

পুলিশ

দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে। 

আজ রোববার দেশের বিভিন্ন থানার অপারেশনাল কার্যক্রমের হালনাগাদ তথ্য দিয়েছে সদরদপ্তর। 

তারা বলছে, আজ বিকেল ৩টা পর্যন্ত মোট ৫৯৯ থানার কার্যক্রম শুরু হয়েছে। 

এর মধ্যে, বিভিন্ন মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলে নিরাপত্তা আতঙ্কে অনেক থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি কিংবা থানা ছেড়ে চলে যান। এরপর থেকে সেসব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

 

Comments

The Daily Star  | English

Gunfight on Meghna: ‘Robbers’ attack new police camp in Munshiganj

Police suspect arms used in attack were stolen from other police stations last year

2h ago