ছাত্র-শিক্ষক-কর্মচারী সব রাজনীতি নিষিদ্ধ করল হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

রোববার হাবিপ্রবি ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধসহ আট দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক করেন শিক্ষার্থীরা। রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বৈঠক শেষে রাজনীতি নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। তিনি দ্য ডেইলি স্টারকেও বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ক্যাম্পাস থেকে উদ্ধার করে দিনাজপুর শহরে নিয়ে আসে।

পরদিন তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি ৯ আগস্ট পদত্যাগ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক ড. এম কামরুজ্জামানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ তার পদত্যাগের কথা নিশ্চিত করেছেন।

২০২১ সালের ৩০ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. এম কামরুজ্জামান।

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nazrul Islam Chowdhury to head new tribunal

47m ago