নৈতিকতা বিসর্জন দেওয়া ঠিক না: মম

জাকিয়া বারি মম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারি মম। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা থেকে শুরু করে শহীদ মিনার ও শাহবাগে নিজেও উপস্থিত থেকে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন।

এসব বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মম।

জাকিয়া বারি মম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে ছিলাম। সারাজীবন ন্যায্য দাবির সঙ্গেই থাকব। তবে, এখন কোনো ধরনের সহিংসতা কিংবা বিভাজন চাই না। সবার কাছে অনুরোধ, কেউ কোনো ধরনের বিভাজন করবেন না।

'দেশটা আমাদের সবার। আমরা সবাই এদেশের নাগরিক। দেশকে সুন্দর করার দায়িত্বও আমাদের সবার', বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মম বলেন, 'বিভাজন যদি হয়, তাহলে কেন এত কষ্ট করলাম? রাহুল আনন্দের বাড়িতে আক্রমণ হলো, এটাও মেনে নিতে কষ্ট হচ্ছে।'

ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানতে চাইলে মম বলেন, 'জনতার সরকার হোক। সর্বস্তরে দুর্নীতি বন্ধ হোক। অবশ্যই সর্বস্তরে দুর্নীতি বন্ধ করতে হবে।'

শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, 'শিক্ষার্থীরা অত্যন্ত বিচক্ষণ ও মেধাবী। তাদের প্রতি আমার গভীর বিশ্বাস আছে। তারা দেশকে সুন্দর করে সাজাতে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা অনেক কিছু করেছে। সফলও হয়েছে।'

সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মম। দীর্ঘদিন তিনি এই সংগঠনের একটি পদে ছিলেন। এই বিষয়ে বলেন, 'সংগঠনের পদ থেকে চলে আসা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই বলে সংগঠনের কোনো শিল্পীর সঙ্গে তো সম্পর্ক বাদ দিইনি। সবার সঙ্গে আমার সুসম্পর্ক আছে। এটা থাকবে।'

ছবি: সংগৃহীত

শিল্পী-কবি-লেখকদের কেউ কেউ সরাসরি রাজনীতিতে জড়িয়ে যাওয়ার বিষয়টি কীভাবে দেখছেন, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, একেকজনের মতামত থাকতেই পারে। ভালো লাগা থাকতেই পারে। অবস্থান ভিন্ন হতে পারে। তবে কারও কাছ থেকে অন্ধত্ব আশা করি না। কোনোকিছুর প্রতি অন্ধত্ব ভালো না। শিল্পী, কবি, লেখকরা দেশের সম্পদ। তাদের সবাই ভালোবাসেন। সেভাবেই তাদের পথচলা উচিত, কাজ করা উচিত। কিন্তু অন্ধত্ব কোনোভাবেই গ্রহণযোগ্য না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নৈতিকতা বিসর্জন দেওয়া ঠিক না। নৈতিকতা ধরে রাখতে হবে। লোভ সামলাতে হবে। অন্ধত্ব থেকে ফিরে আসার সুমতি হোক।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কী প্রত্যাশা করছেন, জানতে চাইলে মম বলেন, এই সরকার সুন্দর করে দেশ চালাবে, এটাই আশা করছি।

Comments

The Daily Star  | English

CU returns to merit-based hall allocations shedding political influence

Food quality, cleanliness issues still persist, say students

43m ago