শরীয়তপুরে শিবির-ছাত্র অধিকার পরিষদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

শরীয়তপুরে মিছিলকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি হয়েছে। ছবি: জাহিদ হাসান রনি/স্টার

শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর পণ্ড হয়ে গেছে বিক্ষোভ সমাবেশ।

সরেজমিনে দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রশিবির ও গণঅধিকার পরিষদের শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে কলেজের মূল গেট দিয়ে প্রশাসনিক ভবনের সামনে আসে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

জানতে চাইলে ছাত্রধিকার পরিষদ জেলা শাখার সভাপতি জীবন আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'আমরা চেয়েছি সকল শিক্ষার্থীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকের মিছিলটি করতে। সেই হিসেবে আমরা ছাত্রদলের কর্মীদের বিক্ষোভ মিছিলের বিষয়টি জানিয়েছি। কিন্তু তারা আমাদের সাথে বিক্ষোভ মিছিলে যোগ দেয়নি। মূলত তারা আধিপত্য বিস্তার করতে চায়। তাই তারা আজকে আমাদের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে।'

পরিচয় না প্রকাশ করার শর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেন, 'কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সকল ছাত্র সংগঠন নিয়ে বিক্ষোভ মিছিলটি করা হবে। কিন্তু একটি অংশ সবাইকে না নিয়ে একা একা মিছিল শুরু করলে ঝামেলার সৃষ্টি হয়। এরপর আর বিক্ষোভ মিছিলটি হয়নি।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা শাহীন ঢালী বলেন, 'আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল। কিন্তু কিছু ছাত্রশিবির, আর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী হঠাৎ করে এসেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে বের হয়ে পড়ে। সেখানে কোনো সমন্বয়ক ছিল না। তাদেরকে আমরা বলি আমাদের একসাথে সমন্বয় করে বিক্ষোভ মিছিল করার কথা ছিল। আসুন আমরা একসাথে বিক্ষোভ কর্মসূচি পালন করি। কিন্তু আমাদের কথা না শুনে তারা পুনরায় আবার বিক্ষোভ মিছিল শুরু করে। এরপর সাধারণ শিক্ষার্থীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে, কথা কাটাকাটি হয়।'

জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কোনো সংঘর্ষ বা হাতাহাতির ঘটনা ঘটেছে এমন কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। যদি কেউ অভিযোগ করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।'

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago