মৌসুমের প্রথম ম্যাচে নায়ক রোনালদো, ফাইনালে আল নাসর

ছবি: এএফপি

গত মৌসুমের ছন্দ নতুন মৌসুমেও টেনে আনলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম ম্যাচেই নিজে গোল করে ও সতীর্থের গোলে অবদান রেখে নায়ক বনে গেলেন পর্তুগিজ মহাতারকা। তার নৈপুণ্যে আল তাউনকে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠল আল নাসর।

বুধবার রাতে আসরের দ্বিতীয় সেমিফাইনালে আভায় প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে আল নাসর।

ম্যাচের অষ্টম মিনিটেই লিড পেয়ে যায় আল নাসর। বামদিক থেকে সতীর্থের ক্রসে ডি-বক্সে কাঙ্ক্ষিত ছোঁয়া দিতে পারেননি রোনালদো। তবে তার পায়ে লেগে বল চলে যায় ফাঁকায় থাকা আয়মান ইয়াহিয়ার কাছে। জাল খুঁজে নিতে ভুল করেননি ইয়াহিয়া।

পরের গোলটি আসে বিরতির পর। ৫৭তম মিনিটে আল নাসরের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। বাইলাইনের কাছ থেকে সুলতান আল ঘানামের কাটব্যাকে কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৮৯৬তম গোল।

দলকে ফাইনালে তোলার পর প্রতিপক্ষকে রোনালদো হুঁশিয়ারই করেছেন বলা চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'সুপার কাপের ফাইনালে আমরা আসছি!'

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো করেন ৫১ ম্যাচে ৫০ গোল। সৌদি প্রো লিগে ৩১ ম্যাচে ৩৫ গোল করে তিনি জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। নতুন মৌসুমে গোলের খাতা খুলে ক্লাব পর্যায়ে এই নিয়ে টানা ২৩ মৌসুম গোল করার কৃতিত্ব দেখালেন তিনি।

আগামী শনিবার সুপার কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে আল নাসর মুখোমুখি হবে আল হিলালের। প্রথম সেমিতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে আল আহলিকে ৪-১ ব্যবধানে হারায় আল হিলাল।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago