আল নাসরে রোনালদোর চুক্তি নবায়নে অনিশ্চয়তা

ছবি: ফেসবুক

কোনো শিরোপা ছাড়াই ২০২৪-২৫ মৌসুম শেষ করতে যাচ্ছে আল নাসর। এতে ভীষণ হতাশ ফর্মের তুঙ্গে থাকা দলটির তারকা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। ফলে সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে তার চুক্তি নবায়নের আলাপ আপাতত থেমে গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে এমন দাবি করেছে। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে পাড়ি জমানো রোনালদো এখন পর্যন্ত কেবল একটি শিরোপা জিতেছেন আল নাসরের জার্সিতে। সেটাও প্রায় দুই বছর আগে। ২০২৩ সালের আগস্টে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আল নাসর।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ বছর বয়সী রোনালদো করেছেন ৩৯ ম্যাচে ৩৩ গোল। সঙ্গে আছে চারটি অ্যাসিস্ট। ২৮ ম্যাচে ২৩ গোল নিয়ে প্রো লিগের গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। কিন্তু তার ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি আল নাসর।

প্রো লিগে দলটি বর্তমানে রয়েছে চার নম্বরে। আসরের আর চার রাউন্ড বাকি থাকতে তাদের অর্জন ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা। কিংস কাপ থেকে আল নাসর বিদায় নিয়েছে শেষ ষোলোতে। সৌদি সুপার কাপে হয়েছে রানার্সআপ। ফাইনালে আল হিলালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।

গত মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে আল নাসর। সেমিফাইনালে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে ৩-২ গোলে পরাস্ত হয়েছে তারা।

প্রো লিগের শিরোপা জয়ের যে ক্ষীণ আশাটুকু ছিল আল নাসরের, তা মিলিয়ে গেছে গত বুধবার রাতে। ঘরের মাঠে আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষমেশ ৩-২ গোলে হেরেছে দলটি। সেদিন গোল বা অ্যাসিস্ট কিছুই করতে পারেননি অভিজ্ঞ রোনালদো। মার্কা জানিয়েছে, মূলত ওই ম্যাচের পরই দুই পক্ষের মধ্যকার চুক্তি নবায়নের আলাপ স্থগিত হয়ে গেছে।

তাছাড়া, সেদিন পাঁচবারের ব্যালন দি'অরজয়ী রোনালদোর আচরণও ভালো লাগেনি আল নাসর কর্তৃপক্ষের। হারের কারণে ভীষণ ক্ষুব্ধ ছিলেন তিনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে চলে যান রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের সাবেক ফুটবলার।

আড়াই বছর ধরে আল নাসরে অবস্থান করা রোনালদোকে আরও দুই বছরের জন্য ক্লাবটিতে রাখার আলোচনা চলছিল। কয়েক মাস আগে মার্কা জানিয়েছিল, 'শতাব্দীর সেরা চুক্তি' হতে যাচ্ছে দুই পক্ষের মধ্যে। তবে আপাতত সব থমকে যাওয়ায় ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের নতুন ঠিকানায় পাড়ি জমানোর সম্ভাবনা দেখা দিয়েছে।

Comments

The Daily Star  | English

EC unveils roadmap for 13th national polls

Delimitation, voter list and party registration among 24 key tasks ahead of February 2026 vote

1h ago