ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দিলেন মুশফিক

ছবি: এএফপি

স্মরণকালের নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ। ১১ জেলার প্রায় ৫০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার্তদের সহায়তায় দেশের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন। সেই তালিকায় যুক্ত হলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হিসেবে পাওয়া পুরস্কারের অর্থ বন্যা দুর্গতদের দেওয়ার ঘোষণা দিলেন তিনি।

রোববার রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৪৬ রানেই আটকে দেন নাজমুল ইসলাম শান্তর নেতৃত্বাধীন দল। প্রথম ইনিংসে ১১৭ রানের বড় লিড থাকায় টাইগারদের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৩০ রানের। সেটা তাড়ায় নেমে অবিচ্ছিন্ন জুটিতে অনায়াসে খেলা শেষ করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম।

প্রথম ইনিংসে বাংলাদেশের পুঁজি ৫৬৫ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রাখেন অভিজ্ঞ মুশফিক। টেস্ট ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি হাঁকিয়ে ১৯১ রানের ম্যারাথন ইনিংস খেলেন তিনি। অল্পের জন্য পাননি ডাবল সেঞ্চুরি। প্রায় নয় ঘণ্টা ক্রিজে থেকে ৩৪১ বলের ইনিংসে তিনি মারেন ২২ চার ও ১ ছক্কা। মূলত তার অবদানে ভালো লিড পাওয়া নিশ্চিত হয় বাংলাদেশের। তাই সফরকারীদের স্মরণীয় জয়ের পর অনুমিতভাবে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক দেন ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দেওয়ার ঘোষণা, 'আপনারা জানেন যে বাংলাদেশে বন্যা চলছে। আমি এই পুরস্কারের অর্থ দিতে চাই দেশের বন্যা দুর্গতদের জন্য। আমি দেশে থাকা সব মানুষকে অনুরোধ করতে চাই, তারা যেন আর্থিক সহায়তা ও অন্যান্য কাজে সাহায্য করেন।'

পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে সব মিলিয়ে ২১ আন্তর্জাতিক ম্যাচেও এটি বাংলাদেশের প্রথম জয়। শুধু তাই নয়, নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে নিজেদের মাটিতে এই প্রথম কোনো ম্যাচে ১০ উইকেটে হারল পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago