প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ

ডিএমপি

প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট ও মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার মো. মাইনুল হাসান এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানান।

আদেশে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে ডিএমপি।

 

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

3h ago