রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বিলম্বিত টস
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। দ্বিতীয় টেস্ট শুরুর আগেও বিরূপ প্রকৃতি। আগের রাতেও হয়েছে এক পলশা বৃষ্টি। টস শুরুর ঠিক আগে আরও একবার মুষলধারে বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হতে পারেনি।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হয়ে ১১টায় খেলা শুরুর কথা ছিল। তবে বৃষ্টির কারণে অপেক্ষা বাড়ছে ম্যাচ শুরুর।
এদিকে প্রথম টেস্টে দারুণ জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এবার তাদের হাতে বড় সুযোগ সিরিজ জিতে নেওয়ার। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তানও। এরমধ্যেই দলে একজন লেগস্পিনার অন্তর্ভুক্ত করেছে তারা। আবরার আহমেদ এসেছেন স্কোয়াডে। অন্যদিকে উইকেট ও কন্ডিশন দেখে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
পাকিস্তান সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী/মীর হামজা, আবরার আহমেদ এবং নাসিম শাহ।
Comments