সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মিদাস্সির খান ও মেয়ে সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।

এই নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাশ, সাবেক অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মনির হোসেন ও মন্ত্রণালয়ের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম।

আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদনটি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

আবেদনে জাহাঙ্গীর আলম বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং যাদের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

দুদক আদালতকে জানায়, তারা সবাই অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছেন বলে যে অভিযোগ উঠেছে তার তদন্ত চলছে।

পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি ইমিগ্রেশন পুলিশের পুলিশ সুপারের কাছে পাঠান।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

12m ago