পাবনায় ছুরিকাঘাতে নিহত ২

পাবনা
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনা শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছেন। তারা হলেন মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪)।

আজ বুধবার সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার আরমান শেখের ছেলে এবং মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে।

জানা গেছে, মঞ্জু অটোরিকশাচালক এবং মধু পরিবহনের চাঁদা তুলতেন।

নিহতদের স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকালে হোটেলে নাস্তা করতে গেলে হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠিক কী কারণে এ ঘটনা ঘটছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

5h ago