৪ বিভাগে আজ হতে পারে ভারী বৃষ্টি, সেপ্টেম্বরে আবারও তাপদাহ-বন্যার শঙ্কা

৪ বিভাগে আজ হতে পারে ভারী বৃষ্টি, সেপ্টেম্বরে আবারও তাপদাহ-বন্যার শঙ্কা
স্টার ফাইল ফটো | ছবি: এমরান হোসেন/স্টার

লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে আজ ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপটি রয়েছে ভারতের মধ্য প্রদেশে এবং এটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিশে গেছে।

আবহাওয়া অধিদপ্তর বুধবার সকালে জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং এর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

এর প্রভাবেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে বয়ে যেতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়া।

আবহাওয়া অধিদপ্তর দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও তাপদাহ এবং স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা ধারণা করছেন, সেপ্টেম্বরে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে। অর্থাৎ ৩১৮ দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তারা আরও বলছেন, এই মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। 

এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী দুই-তিন দিনের মধ্যেই একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।'

বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশে সেপ্টেম্বর মাসে স্বাভাবিক গড় তাপমাত্রা ৩১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি।

আশঙ্কা করা হচ্ছে, এ মাসে বিচ্ছিন্নভাবে একটি বা দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

বজলুর রশিদ বলেন, 'এ মাসে তাপমাত্রা একটু বেশি দেখা যাচ্ছে। সে হিসাবে, বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় তাপমাত্রা ৩৬ বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে। সেটি ১৫ সেপ্টেম্বরের পরে, বৃষ্টিপাতের প্রবণতা কমে এলে।'

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরে মৌসুমি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্প মেয়াদি বন্যা হতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান ডেইলি স্টারকে বলেন, 'এ মাসেও বন্যার সম্ভাবনা আছে। তবে কবে নাগাদ বন্যা হতে পারে সেটি সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।'

তিনি আরও বলেন, 'আমাদের প্রধান নদী অববাহিকায় আগামী অন্তত ১০ দিন এবং তিস্তা-মুহুরীর মতো ছোট নদী—যেখানে আকস্মিক বন্যা হয়, সেখানেও আপাতত বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে না।'

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

6h ago