আরও ৪ দিনের রিমান্ডে ইনু

হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

ঢাকার লালবাগে গত ১৮ জুলাই একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আক্কাস মিয়া ইনুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মেহেরা মাহবুব এ আদেশ দেন।

শুনানির সময় বিএনপিপন্থী আইনজীবীরা ইনুকে ফাঁসির দাবিতে স্লোগান দেন।

২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ট্রাকচালক মো. সুজনের মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় আজ ইনুকে ঢাকার আরেকটি আদালতে হাজির করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ইনু হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন এবং হত্যার জন্য দায়ী অন্যান্য পলাতক আসামিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও তাদের অবস্থান জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

আসামিপক্ষের আইনজীবী মুহিবুর রহমান মিহির এ হত্যাকাণ্ডের সঙ্গে ইনু জড়িত নয় দাবি করে রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন।

বাদী ও বিবাদী পক্ষের কথা শুনে ম্যাজিস্ট্রেট ইনুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন।

এরই মধ্যে বিভিন্ন থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় ইনুকে ১৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২৬ আগস্ট উত্তরায় এক আত্মীয়ের বাড়ি থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর ইনুকে আরও কয়েকটি মামলায় আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার সঙ্গে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের মধ্যে তিনিও রয়েছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

5h ago