মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল: হাসপাতাল সিসিইউ ইনচার্জ

মুস্তাফা মনোয়ার। ছবি: সংগৃহীত

প্রবীণ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে আছেন।

স্কয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ ডাক্তার অ্যামি তৃষিতা সরেন বলেন, 'তার অবস্থা ক্রিটিক্যাল।'

হাসপাতাল সূত্র জানায়, মুস্তাফা মনোয়ারের প্রধান সমস্যা ফুসফুস ও রক্তে সংক্রমণ। এর সঙ্গে নিউমোনিয়া রয়েছে।

মুস্তাফা মনোয়ার ডায়াবেটিস, পারকিনসন, হাইপোথাইরয়েড ও উচ্চ রক্তচাপে ভুগছেন।

১ সেপ্টেম্বর ছিল শিল্পী মুস্তাফা মনোয়ারের ৮৯তম জন্মদিন।

Comments

The Daily Star  | English

World press freedom day: 266 journalists face criminal cases so far

The repression of journalists has taken a new form since August 5, 2024.

8h ago