ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, ৪ কিলোমিটার যানজট

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে নরসিংদী তাঁত বোর্ড শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: স্টার

ক্যাম্পাসের নাম পরিবর্তনসহ ১৫ দাবিতে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন নরসিংদী তাঁত বোর্ড শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিএসসির  শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত অবরোধ চলছিল এবং এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার যানজট তৈরি হয়েছে। 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে-স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, সেমিস্টার ফি মওকুফ, তাঁত বোর্ড শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্তকরণ, প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন।

ইনস্টিটিউটের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের জাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাঁতবোর্ড শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধীনে ৩টি প্রতিষ্ঠান। সবার একটিমাত্র ক্যাম্পাস। আমরা পৃথক ক্যাম্পাস চাই। বেসরকারি প্রতিষ্ঠানের মতো আমাদের কাছ থেকে সেমিস্টার ফি আদায় করা হচ্ছে।'

অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান বলেন, 'আমাদের ইঞ্জিনিয়ারিং শাখায় কোনো স্থায়ী শিক্ষক নেই। কিন্তু শিক্ষার্থী ৩০০ জন। অতিথি শিক্ষক দিয়েই সারা বছর কারিকুলাম পরিচালনা করা হচ্ছে। স্থায়ী শিক্ষক যদি না থাকে, তাহলে কেন প্রতিষ্ঠানটি চালু করা হলো।'

আরেক শিক্ষার্থী শাওন রহমান বলেন, 'আমাদের ইঞ্জিনিয়ারিং শাখাটি ২০১৯ সালে চালু করা হয়। সরকারি প্রতিষ্ঠান বলা হলেও সব ফাঁকা বুলি। ল্যাব নেই, হল নাই, ঠিকমতো শ্রেণীকক্ষ নেই। ফ্যাশন ডিজাইনের কক্ষে ডিপ্লোমা পাস শিক্ষক দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পড়ানো হয়।'

এ বিষয়ে জানতে তাঁতবোর্ড শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

9m ago