ফরিদপুরে দুটি মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর

মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা (৫৫) জানান, এ মন্দিরে দুর্গা পূজা ৭৫ বছরের পুরোনো। এমন ঘটনা আগে কখনো ঘটেছে বলে শুনিনি।
ফরিদপুরের ভাঙ্গায় দুর্গা পূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় দুটি মন্দিরের নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ভাঙ্গা বাজারের গুড়পট্টি এলাকায় অবস্থিত 'ভাঙ্গা বাজার সার্বজনীন হরি মন্দির' এবং ভাঙ্গা থানার সামনে অবস্থিত 'ভাঙ্গা সার্বজনীন কালি মন্দির'-এ এই ঘটনা ঘটে।

ভাঙ্গা বাজার সার্বজনীন হরি মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা সুজিৎ সাহা (২৭) জানান, আজ রোববার সকালে তিনি মন্দিরে প্রণাম করতে এসে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, এ মন্দিরটি তিন দিকে দেয়াল এবং উপরে টিন দিয়ে আচ্ছাদিত। তবে সামনে কোনো গেট নেই। এ মন্দিরে মোট ১৪টি প্রতিমা নির্মাণ করা হয়। এর মধ্যে আটটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা (৫৫) জানান, এ মন্দিরে দুর্গা পূজা ৭৫ বছরের পুরোনো। এমন ঘটনা আগে কখনো ঘটেছে বলে শুনিনি।

ওই মন্দির থেকে আনুমানিক একশ মিটার দূরে ভাঙ্গা থানার সামনে অবস্থিত ভাঙ্গা সার্বজনীন কালী মন্দির। এখানেও প্রতিমা নির্মাণ কাজ শেষ হওয়ার পর রঙের কাজ বাকি ছিল।

ওই এলাকার বাসিন্দা শিবু সাহা (৫২) জানান, সকালে নির্মাণাধীন প্রতিমা দেখতে গিয়ে তিনি গণেশের প্রতিমা ভাঙা অবস্থায় পান।

মন্দিরের সভাপতি কাশিনাথ সাহা জানান, শতবর্ষের পুরনো এ মন্দিরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিষয়টি ভাঙ্গা থানায় জানানো হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, ভাঙ্গায় দুটি মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে জানতে পেরেছেন তিনি।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনা তিনি শুনেছেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশের গোয়েন্দা বিভাগ। ইতিমধ্যে থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago