বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

বুধবার ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ
বুধবার ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। ছবি: স্টার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।

আজ বুধবার ওইসব মন্দির পরিদর্শন শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ এ দাবি জানান।

পরে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী সড়কে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিনিধি দলের প্রধান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে।

বরকত উল্লাহ বুলু বলেন, 'দেশের যত মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেসব হয়েছে বিএনপির আন্দোলন সংগ্রামকে অন্যদিকে নেওয়ার জন্য, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেওয়ার জন্য।'

সংবাদ সম্মেলনে নিতাই রায় চৌধুরী বলেন, '২০০৮ সালের পর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটছে, হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে। আর এর সবই করেছে আওয়ামী লীগের নেতারা।'  

বক্তারা বলেন, 'আগামী এক বছর পর জাতীয় নির্বাচন। আমরা ধরে নেব প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে সরকারি দল জড়িত। এ ঘটনা রাজনৈতিক অপকৌশল মাত্র। শুধু তাই নয়, এই সরকারের আমলে দেশে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোর কোনোটির বিচার হয়নি। যারা মামলা করেছে তারা কারাগারে, আর যারা মন্দির ভেঙেছে তারা বাইরে।'

গত শনিবার দিবাগত রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডি এলাকার ৮টি, পাড়িয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার ৩টি ও চাড়োল ইউনিয়নের সাহবাজপুর নাথপাড়া এলাকার একটি মন্দিরের মোট ১৪টি প্রতিমা ভাঙচুর করে অজ্ঞাত দুর্বৃত্তরা।   

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ঠাকুরগাঁও জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।  

Comments