বলছেন গাভাস্কার

‘বাংলাদেশ এখন গোনায় ধরার মতন শক্তি’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিজেদের সামর্থ্যের বেশ বড় বার্তাই দিতে পেরেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে সিরিজের আগে নাজমুল হোসেন শান্তরা পাচ্ছে বেশ সমীহ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার যেমন বলছেন, টেস্টে বাংলাদেশ এখন গোনায় ধরার মতন শক্তি।
Sunil about BD

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিজেদের সামর্থ্যের বেশ বড় বার্তাই দিতে পেরেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে সিরিজের আগে নাজমুল হোসেন শান্তরা পাচ্ছে বেশ সমীহ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার যেমন বলছেন, টেস্টে বাংলাদেশ এখন গোনায় ধরার মতন শক্তি।

সাদা বলের ক্রিকেটে বেশ লড়ুকে দল হলেও টেস্টে নিয়মিত ভুগত বাংলাদেশ। তবে সাম্প্রতিক অতীতে টেস্টে আসছে কিছু সাফল্য। বিশেষ করে বেশ কয়েকজন মান সম্মত পেসার পাওয়ায় বোলিং হয়েছে ধারালো। রাওয়ালপিন্ডিতে দারুণ ক্রিকেট উপহার দিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে লাল সবুজের প্রতিনিধিরা। এবার দুই টেস্ট সিরিজ খেলতে শান্তরা গেছেন ভারতে।

এই সিরিজ শুরুর আগে ভারতীয় গণমাধ্যম মিড-ডেতে কলামে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন গাভাস্কার। সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন ভারতকে,  'পাকিস্তানকে পাকিস্তানের মাঠে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গোনায় ধরার মতন শক্তি। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশে গেল তখনো তারা শক্ত লড়াই করেছে।  এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ভারতের বিপক্ষেও লড়াই জমাতে পারে।'

ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে ১১টিতে হেরেছে বাংলাদেশ, দুটি ড্র হয় মূলত বৃষ্টির সৌজন্যে। তবে ২০২২ সালে সর্বশেষ টেস্টে জেতার সম্ভাবনা জাগিয়েছিলো। রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারের বীরত্বে ৩ উইকেটে রোমাঞ্চকর জয় পায় ভারত। গাভাস্কার সেই টেস্টের স্মৃতিই রোহিত শর্মাদের মনে করিয়ে দিতে চেয়েছেন।

সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের ভালো করার পেছনে দলটির অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশেলকেও তুলে ধরেছেন তিনি, 'তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আছে যারা প্রতিপক্ষ নিয়ে ভীত থাকে না। প্রত্যেক দলই তাদের সঙ্গে খেললে বুঝে যে তারা ছেড়ে কথা বলার মতন, পাকিস্তান সেটা টের পেয়েছে। নিশ্চয়ই এটা দেখার মতন সিরিজ হতে যাচ্ছে।'

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

5h ago