ঢাবি ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে অভিযান
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তাৎক্ষণিক এই অভিযান চালু হবে উল্লেখ করে আজ বুধবার নোটিশ দিয়েছেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার লক্ষ্যে অতিদ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে। সেই লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালীন প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে, তাদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করছি।
সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, বিজ্ঞপ্তিতে 'বহিরাগত' বলতে 'বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘনকারী কার্যকলাপে জড়িত ব্যক্তি এবং 'ভবঘুরে' মানুষদের বোঝানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ অন্যান্যরা এখনো ক্যাম্পাস প্রবেশ করতে পারছেন।
তবে, মল চত্বর ও টিএসসি ভবনের অভ্যন্তরসহ কিছু জায়গায় প্রবেশ নিষিদ্ধ করা যেতে পারে বলে জানান প্রক্টর।
কার্জন হলে ইতোমধ্যে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিল। সাবেক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে হল এলাকায় প্রবেশ করতে পারেন।
Comments