শান্তর বোলিংয়ের সিদ্ধান্তে চেন্নাইতে ফুরালো ৪২ বছরের অপেক্ষা

চেন্নাইতে অনুষ্ঠিত মাঝের ২০ টেস্টে টস জিতে আগে বোলিং নেননি কোনো অধিনায়ক।
ছবি: ওয়ালটন

শেষবার কবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কোনো টেস্টে টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত দেখা গিয়েছিল? উত্তর খুঁজে পেতে ফিরে যেতে হবে এখন থেকে ৪২ বছর আগে।

১৯৮২ সালের জানুয়ারিতে চেন্নাইতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। টস জিতে আগে বোলিং নিয়েছিলেন সফরকারীদের অধিনায়ক কিথ ফ্লেচার। সেই ম্যাচ শেষমেশ হয়েছিল ড্র। ভারত ৪ উইকেটে ৪৮১ রানে প্রথম ইনিংস ঘোষণার পর ইংলিশরা অলআউট হয়েছিল ৩২৮ রানে। এরপর ভারতীয়রা ৩ উইকেটে ১৬০ রান তুলে ফের ইনিংস ঘোষণা করলে ড্র মেনে নিয়েছিল দুই দল।

এরপর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গড়িয়েছে আরও ২০ টেস্ট। কিন্তু ভারত কিংবা প্রতিপক্ষ দলগুলোর সব দলনেতাই টস জিতে আগে ব্যাটিং করেন। কেউই বেছে নেননি বোলিংয়ের সিদ্ধান্ত। চার দশক ধরে চলতে থাকা সেই ধারার ইতি ঘটেছে বৃহস্পতিবার। ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেনের কারণে।

চমক জাগিয়ে শান্ত বোলিং বেছে নেওয়ায় ফুরিয়েছে ৪২ বছরের অপেক্ষা। ১৯৮২ সালের পর প্রথমবারের মতো চেন্নাইতে কোনো টেস্টে টসজয়ী দলকে আগে ফিল্ডিং করতে দেখা যাচ্ছে। নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তিও দিয়েছেন শান্ত।

বাংলাদেশের দলনেতা টসের সময় সম্প্রচারকদের বলেছেন, 'আমি আগে বোলিং করতে চাই। উইকেটে আর্দ্রতা রয়েছে এবং আমরা সেটা কাজে লাগাতে চাই। প্রথম সেশন পেসারদের জন্য ভীষণ ভালো হবে।'

শান্তর কথার প্রমাণ মেলে হাতেনাতে। নিয়ন্ত্রিত বোলিংয়ে পেসার হাসান মাহমুদ প্রথম ঘণ্টাতেই কাঁপান প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ইনিংসের ষষ্ঠ ওভারে তিনি সাজঘরে ফেরান ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। নিজের পরের দুই ওভারেও শিকার ধরেন। শুবমান গিলের পর বিদায় করেন তারকা ব্যাটার বিরাট কোহলিকে। তিনজনের কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

Comments

The Daily Star  | English

Yunus to leave for NY on Sept 24

Chief Adviser Prof Muhammad Yunus is set to leave Dhaka for New York to attend the 79th United Nations General Assembly (UNGA) on September 24.

57m ago